বুধবার , ১৪ আগস্ট ২০১৯ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মিয়ানমারে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৯

Paris
আগস্ট ১৪, ২০১৯ ১১:২৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে বিবিসি এমন তথ্য জানিয়েছে।

বেশ কয়েক দিন ধরে টানা বর্ষণে শুক্রবার মোনরাজ্যে এ ভূমিধসের ঘটনা ঘটে। প্রবল বৃষ্টি ও কাদায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলেও খবরে বলা হয়েছে।

ভূমিধসে পাউং শহরসংলগ্ন একটি গ্রামের ২৭ বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘটনার পাঁচ দিন পরও উদ্ধারকাজ অব্যাহত আছে।

এ বছরের বর্ষায় বৃষ্টিপাতে মিয়ানমারের বিভিন্ন অংশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে ঘরবাড়ি ডুবে গেছে। বহু সেতু ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, দেশজুড়ে দুর্গত ৮০ হাজার লোক ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন।

মিয়ানমারের অনেক রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ মোনরাজ্যেই সবচেয়ে বেশি।

সোমবার দেশটির ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিয়ো মোনরাজ্য পরিদর্শন করেছেন। এ সময় উদ্ধারকাজ জোরদার করার জন্য আরও নৌকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক