শনিবার , ১১ মার্চ ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মিজারুল কায়েস আর নেই

Paris
মার্চ ১১, ২০১৭ ২:৪৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: প্রাক্তন পররাষ্ট্রসচিব এবং ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস আর নেই।

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

রাষ্ট্রদূত কায়েস শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত ১৩ ফেব্রুয়ারি ব্রাসিলিয়ার হাসপাতালে ভর্তির পর তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়।

গত ৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে ব্রাজিলের সাও পাওলো যান রাষ্ট্রদূত কায়েস। সেখানে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাও পাওলোর হাসপাতালে চেক-আপের জন্য গেলে চিকিৎসকরা  তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

কিন্তু তিনি সেখানে ভর্তি না হয়ে সাও পাওলো থেকে সড়কপথে ব্রাসিলিয়াতে আসেন এবং অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ব্রাসিলিয়ার ওই হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগেও তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছিলেন। ২০১২ সালে শ্বাসকষ্ট এবং অন্যান্য সমস্যার কারণে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন।

প্রসঙ্গত, ব্রাজিলে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মিজারুল কায়েস। এর আগে তিনি পররাষ্ট্রসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সূত্র:রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়