রবিবার , ১৯ ডিসেম্বর ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী, ৪ সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

Paris
ডিসেম্বর ১৯, ২০২১ ১০:০৪ অপরাহ্ণ

তিন দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ ডিসেম্বর মালের উদ্দেশে রওনা হয়ে ২৪ ডিসেম্বর ঢাকা ফিরবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রবিবার সন্ধ্যায় ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ড. মোমেন জানান, প্রধানমন্ত্রীর সফরকালে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে চারটি সমঝোতা স্মারক সই হতে পারে।

তিনি আরো বলেন, ‘মালদ্বীপ আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে অগ্রসর মালদ্বীপে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি কর্মরত আছেন। দেশটি সম্প্রতি আরো কিছু দ্বীপে পর্যটন রিসোর্ট তৈরির পরিকল্পনা করেছে। এতে ভবিষ্যতে আরো বেশি বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশা করা যায়।’

ড. মোমেন বলেন, ‘সম্প্রতি মালদ্বীপ বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রে তাদের শিক্ষার্থী-নাগরিকদের প্রেরণের প্রস্তাব করায় দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টি হবে বলে আমরা আশাবাদী।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আরও বলেন, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। এবারের সফরে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সফরে মালদ্বীপকে উপহার হিসেবে ১৩টি সামরিক যান দিচ্ছে বাংলাদেশ। সেগুলো এরই মধ্যে মালদ্বীপে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেগুলো হস্তান্তর করা হবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়