রবিবার , ৬ মার্চ ২০২২ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মারিওপোল শহরে নতুন যুদ্ধবিরতি

Paris
মার্চ ৬, ২০২২ ৮:৪৪ অপরাহ্ণ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মারিওপোল শহরে নতুন করে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এর আগে গতকালও শহরটিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল।

স্থানীয় সময় রবিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরটিতে সাময়িক যুদ্ধবিরতি দেওয়া হয়েছে বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে।

দুপুর ১২টা থেকে বেসামরিক নাগরিকদের নির্দিষ্ট রুটে মারিওপোল থেকে সরিয়ে নেওয়া যাবে।

শনিবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা হলেও নতুন করে বোমা হামলা শুরুর জেরে তা স্থগিত হয়ে যায়।

মারিওপোল শহরের কর্মকর্তারা জানিয়েছেন, শহরটির বেসামরিক নাগরিকরা তিন স্থান থেকে বাসে করে জাপোরিঝিয়া শহরে যেতে পারবেন। মানবিক করিডর তৈরি করে এই রুটটি গতকালও ব্যবহার করার পরিকল্পনা ছিল।

সিটি কাউন্সিল বলেছে, ব্যক্তিগত গাড়ি নিয়েও মানবিক করিডর ব্যবহার করে জাপোরিঝিয়ায় যাওয়া যাবে। তবে রেড ক্রসের নেতৃত্বে কাফেলায় বাসের পেছনে ব্যক্তিগত গাড়ি চালাতে বলা হয়েছে। এ সময় চালকদের তাদের গাড়ির সব আসন পূরণ করার কথাও বলা হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক