বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৯ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মারমুখী অবস্থায় থাকা আর মারামারিতে অংশ নেয়া এক নয়: ডিএমপি কমিশনার

Paris
ডিসেম্বর ২৫, ২০১৯ ২:২৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মারমুখী অবস্থায় থাকা আর মারামারিতে অংশ নেয়া এক নয় বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

বুধবার রাজধানীর বনানীতে হোলি স্পিরিট গির্জা পরিদর্শন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকস) ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলার বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরের ওপর হামলার সময় সেখানে অনেককেই মারমুখী অবস্থায় দেখা যায়। তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা, ডিএমপি কমিশনারের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, মারমুখী অবস্থায় থাকা আর মারামারিতে অংশ নেয়া এক কথা নয়। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত হচ্ছে, আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পেলে অবশ্যই গ্রেফতার করা হবে।

তিনি বলেন, হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

এ সময় বড়দিন উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

সর্বশেষ - জাতীয়