বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মান্দায় অলিম্পিক কোম্পানীর কর্মচারীকে জিম্মী করে মোটরসাইকেল ছিনতাই

Paris
ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ১০:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতেবেদক, নওগাঁ:

নওগাঁর মান্দায় দিনের বেলা অলিম্পিক কোম্পানীর কর্মচারীকে জিম্মী করে একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার নামক স্থান থেকে বুধবার বিকেল সাড়ে ৪টায় আব্দুল মজিদ শেখের ১১০সিসির টিভিএস মেট্রো প্লাস মোটরবাইকটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আব্দুল মজিদ বগুড়া জেলার কাহালু উপজেলার মুরইল গ্রামের সামসুল হক শেখের ছেলে।

এ ব্যাপারে আব্দুল মজিদ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, অলিম্পিক কোম্পানী কর্তৃক প্রদত্ত একটি টিভিএস লাল রংয়ের বাইক নিয়ে অর্ডার কাটার জন্য সতীহাট যাওয়ার পথে ভোলাবাজার নামক স্থানে অজ্ঞাত নামা ৫জন লোক একটি সাদা মাইক্রোবাস দিয়ে পথ রোধ করে। ৪ জন তাকে ধরে মাইক্রোবাসে তোলে এবং অপর জন মটর বাইক নিয়ে রাজশাহীর দিকে চলে যায়। রাজশাহীর মৌগাছি এলাকায় মেইন রোডে তাকে মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে চলে যায়।

 

মান্দা থানার অফিসার ইনর্চাজ আনিছুর রহমান বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর