মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০১৭ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মানিকগঞ্জে দুই মন্দিরের ১৫ মূর্তি ভাঙচুর

নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০১৭ ৬:৫৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শোলাই বাঙ্গালা গ্রামে দু’টি মন্দিরের ভেতরে থাকা ১৫টি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতের কোনও এক সময় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ আলামত সংগ্রহ করেছে।

সিংগাইর থানার ওসি খন্দকার ঈমাম হোসেন এবং মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ রাজবংশী এ তথ্য জানান।
সন্তোষ রাজবংশী বলেন, ‘মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মন্দির প্রাঙ্গণে ভাঙচুর করা মূর্তিগুলো এলোমেলো পড়ে থাকতে দেখে মন্দির কমিটিকে খবর দেয়। পরে সিংগাইর থানা পুলিশের একটি ক্রাইমসিন দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।’

মন্দির কমিটির অন্যান্য সদস্যরা জানান, মন্দিরের দখলে থাকা খাস জমি নিয়ে বিরোধের জের ধরে মূর্তি ভাঙচুর করা হয়েছে।

সিংগাইর থানার ওসি খন্দকার ঈমাম হোসেন বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে। সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - রাজশাহীর খবর