বৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মানবতার সেবায় মোহরকয়া ভিলেজ ফাউন্ডেশন

Paris
জুলাই ৮, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ

লালপুর প্রতিনিধি:

`করোনা কালীন সময়ে আমরা সবাই সতর্ক থাকি, স্বাস্থ্য বিধি মেনে চলি, সবাই মিলে একসাথে বাঁচি’ এই মানসিকতায় নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে মোহরকয়া ভিলেজ ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু হয়েছে।

বৃহস্পতিবার ৮ জুলাই মোহরকয়া ভিলেজ ফাউন্ডেশন এর উদ্যোগে নিজস্ব অর্থায়নে ৬টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করা হয়। যার ক্রয় মুল্য ৭৯ হাজার ৯৫০ টাকা ।

মোহরকয়া ভিলেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যক্ষ ড. ইসমত হোসেন জানান, ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ৬টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করা হয়েছে। যা ২২টি মহল্লার দুস্থ অসহায় মানুষের মাঝে কোভিড আক্রান্ত রোগীদের বিনামূল্যে বিতরণ করা হবে।

মোহরকয়া ভিলেজ ফাউন্ডেশনের অফিস চত্বরে বক্তব্য কালে এ সব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক আনিছুর রহমান, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক পরিচালক সাহিদুর রহমান শাহিন, পরিচালক আবু আওয়াল হেনা এমরান হোসেন, আব্দুল হান্নান, তাহানুর রহমান পটল,রমজান আলীসহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকরা ।

মোহরকয়া গ্রামের দিনমজুর ইসাহাক আলী বলেন এ গ্রামের কেউ আর অক্সিজেনের অভাবে মারা যাবে না ।

সর্বশেষ - রাজশাহীর খবর

আপনার জন্য নির্বাচিত