শনিবার , ৭ এপ্রিল ২০১৮ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভোলাহাটে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

Paris
এপ্রিল ৭, ২০১৮ ৮:০৪ অপরাহ্ণ

ভোলাহাট প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় বাচ্চামারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি শাহ্ আলম, সাধারণ সম্পাদক আসলাম কবির, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক হাসনুর রহমান, ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, জেলা পরিষদের সদস্য পিয়ারজাহান ও হোসনে আরা পাখি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আব্দুল কাদির ও মশফিকুল ইসলাম তারা প্রমূখ।

জেলা মাশিকস’র ও ভোউমাশিকস’র যুগ্ম সম্পাদক এম. কোরবান আলীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভোউমাশিকস’র সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

প্রায় ৫ বছর পর অনুষ্ঠিত সাধারণ সভায় মৃত্যুবরণকারী শিক্ষকদের শোক প্রস্তাব পেশ করেন, ভোউমাশিকস’র যুগ্ম সম্পাদক ইয়ারুল ইসলাম। দোয়া শেষে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের মৃত্যুবরণকারী ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী এবং নোমিনীদের মাঝে ৫লাখ ১২হাজার ৫১২টাকা নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর