ভোক্তা অধিকারের পৃথক অভিযান: ২ রাইস মিলকে ১ লাখ ২০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর খড়খড়ি এলাকায় ওজনে কারচুপির অভিযোগে শাহমখদুম মর্ডান রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। বৃহস্প্রতিবার ৯ জুন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় উপপরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক হাসান-আল-মারুফ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, নগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় শাহমখদুম মডার্ন রাইস মিলকে ওজনে কারচুপি করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৬ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী গোদাগাড়ী উপজেলায় রাজাবাড়ি হাট এলাকায় কামাল অটো রাইস মিলকে মোড়কজাত চালের বস্তায় সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকা, ইন্ডিয়ান মোড়কে দেশি চাল ঢুকিয়ে বিক্রি করা ও ওজনে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭, ৪৫ ও ৪৬ অনুযায়ী ৮০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এস/আই