মঙ্গলবার , ১১ অক্টোবর ২০১৬ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভিল্লালবাকে পেতে বার্সা-ম্যানইউ কাড়াকাড়ি

Paris
অক্টোবর ১১, ২০১৬ ২:৩১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ভ্যালেন্সিয়ার উঠতি সেন্ট্রাল মিডফিল্ডার ফ্রান ভিল্লালবাকে ঘিরে চোখ ইউরোপিয়ান জায়ান্টদের। যৎসামান্য রিলিজ ক্লজ’র অর্থ দাঁড়ায়, খুব শিগগিরই তার ক্লাব পরিবর্তন হতে যাচ্ছে! এ তরুণ প্রতিভাকে দলে ভেড়ানোর রেসে লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড।

 

স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। এর আগে ১৮ বছর বয়সী ভিল্লালবার লিভারপুলে পাড়ি জমানোর একটা গুঞ্জন ছিল। কিন্তু ভ্যালেন্সিয়ার মূল টিমে অভিষেকের পর এখন একাধিক ক্লাবই তাকে পেতে চাইছে।

 

সূত্রমতে, ভিল্লালবার জন্য কাড়াকাড়ি লেগে যেতে পারে। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বার্সা ও ম্যানইউর মধ্যে। রিলিজ ক্লজের পরিমান মাত্র ৩.৬ মিলিয়ন পাউন্ড। তাই আসছে জানুয়ারির দলবদলের বাজারে তাকে জায়ান্ট কোনো ক্লাব কিনে নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

 

স্পেন দলে এখনো ডাক পাননি ভিল্লালবা। খেলছেন অনূর্ধ্ব-১৯ টিমে। এর আগে অ-১৬, অ-১৭ ও অ-১৮ দলেও ছিলেন। অদূর ভবিষ্যতে জাভি-ইনিয়েস্তার উত্তরসূরি হতে পারবেন কিনা তা সময়েই বলে দেবে!

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - খেলা