ভারতের বিপক্ষে ম্যাচের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

মঙ্গলবার চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। সেই ম্যাচের একদিন আগেই স্কোয়াড ঘোষণা করে দিল তারা। অতিরিক্ত একজনকে নিয়ে ভারতের বিপক্ষে নিজেদের ১২ সদস্যের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান।

শনিবার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ১২ জনের নাম প্রকাশ করেন। সেখানে রয়েছেন মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকদের মতো অভিজ্ঞ তারকারা।

ভারতের বিপক্ষে ১২ জনের দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। তার বিষয়ে বাবর বলেন, ‘যেটা সেরা একাদশ মনে হয়েছে, সেটা নিয়ে আমরা ভাবনা-চিন্তা করেছি। সইফি (সরফরাজ) ভাই স্পিনারদের বিরুদ্ধে খুব ভালো খেলেন। যখন মনে হবে যে তাঁকে খেলানো উচিত, তখন নিশ্চিতভাবে খেলানো হবে। এখন শোয়েব মালিকও আছেন। স্পিনের বিষয়ে বললে শোয়েব মালিকও খুব ভালো স্পিন খেলেন। যেটা আমাদের কম্বিনেশন মনে হয়েছে, সেটা আমরা বেছে নিয়েছি।’

kalerkantho

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, হারিস রউফ, হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদি।

 

সূত্রঃ কালের কণ্ঠ