শুক্রবার , ৯ মার্চ ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতে চলছে মূর্তি ভাঙা, বিশ্ব দেখছে অসভ্যতা

Paris
মার্চ ৯, ২০১৮ ৮:০৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হতবাক বিশ্ব৷ ইরান থেকে ইউরোপ সর্বত্র শুরু হয়েছে প্রতিবাদ৷ প্রবাসী ভারতীয়রা কুঁকড়ে যাচ্ছেন৷ তাঁদেরই দেশের মনীষীদের ‘মূর্তি ভাঙার রাজনীতি’ যেভাবে ফের চলছে তাতে লজ্জা বাড়ে বইকি৷ ইরান থেকে ইউরোপের বিভিন্ন দেশের সুসভ্য নাগরিকদের নজরে ভারতে মূর্তি ভাঙার অসভ্য রাজনীতি৷ নিজের দেশে নয় বরং বিদেশেই যেন বেশি সুরক্ষিত ভারতীয় চিন্তাবিদ ও মনস্বীদের প্রতিমূর্তি৷

ফিরে এল কি সত্তর দশকের সেই মূর্তি ভাঙার রাজনীতির দিন ? উঠছে সেই প্রশ্ন৷ যখন উত্তাল নকশালবাড়ি আন্দোলনের জেরে একের পর এক মনীষীদের মূর্তি আক্রান্ত হয়েছিল কলকাতায়৷ রামমোহন-বিদ্যাসাগরের ভাস্কর্য ভেঙে জান্তব উল্লাসে মেতে উঠত অতি বামপন্থী নকশালপন্থীরা৷ অনেকটা সেই ধাঁচেই আবারও মূর্তির উপর আক্রমণ নেমে এসেছে৷

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়েছে, ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙার দৃশ্য, পাল্টা কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালো রঙ করা ও তামিলনাড়ুতে পেরিয়ারের মূর্তি ভাঙা একইভাবে উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তির উপর হামলার কথা৷ ভারতে চলছে প্রতিবাদের নামে মূর্তি ভাঙা আর বিশ্ব দেখছে সেই অসভ্যতা৷

ইরান দেখছে এই ছবি৷ সুসভ্য পারস্য বাসীরা কিন্তু সযত্নে আগলে রাখছেন রবীন্দ্রনাথের নামের ফলক ও মূর্তি৷ আইরিশ আইনসভার সামনে অপূর্ব ভাস্কর্যের প্রতীক হয়ে আছেন রবীন্দ্রনাথ৷ দক্ষিণ আফ্রিকায় গান্ধীজী, আমেরিকায় মহাত্মা, বিবেকানন্দ সহ বিভিন্ন ভারতীয় মনীষীরা অক্ষত৷ পূবের জাপান-দক্ষিণের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডেও তাঁরা সুরক্ষিত৷ অথচ নিজের দেশেই তাঁদের উপর নেমে আসছে আঘাত৷

বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসন পতনের পরই বিক্ষোভ ছড়িয়েছে৷ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে বিশাল লেনিন মূর্তি৷ এই ছবি ও সংবাদ ছড়িয়ে পড়তেই কলকাতায় মাওবাদী মতাদর্শগত কয়েকজন ‘হিন্দুত্ববাদী’ চিন্তাধারার অন্যতম নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালো রঙ ঢেলে দিল৷ দুটি ঘটনাই উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিয়েছে৷

অতি সম্প্রতি বাংলাদেশে আইনের দেবীর ভাস্কর্য সরিয়ে নেওয়ার ঘটনায় ছড়ায় প্রতিবাদ৷ তবে সেখানে সুষ্ঠুভাবেই কাজটি করে সরকার৷ তবে মূর্তির উপর আক্রমণ নেহাতই ক্ষোভ বিক্ষোভের বহি:প্রকাশ৷ ইরাকে বহুবছর পর সাদ্দাম হোসেন জমানার শেষ হতেই তাঁর মূর্তি টান মেরে ফেলে দিয়েছিল জনগণ৷ মিশরে হোসনি মোবারক জমানার অবসানের পর সেখানেও তার ছবির উপর পদাঘাত করা হয়৷ গত পার্লামেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বিকৃতমূলক মূর্তি বানিয়ে হয়েছিল বিপক্ষ প্রচার৷ সবই প্রতীকী৷ লক্ষণীয় এরা কেউই মণীষী বা চিন্তাবিদ নন৷ এইসব সংশ্লিষ্ট দেশগুলির কোনও মণীষী বা চিন্তাবিদের মূর্তি আক্রান্ত হয়নি৷ যেমনটা হচ্ছে ভারতে৷

সর্বশেষ - আন্তর্জাতিক