শুক্রবার , ১৫ জানুয়ারি ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ব্রিসবেন টেস্টে দারুণ শুরু ভারতের

Paris
জানুয়ারি ১৫, ২০২১ ১১:৫৫ পূর্বাহ্ণ

ব্রিসবেনের গ্যাবায় আজ থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ টেস্ট। টসে জিতে ব্যাট করছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

প্রতিবেদন লেখার সময় অজিদের সংগ্রহ ৩ উইকেটে ৯১ রান। মার্নাস লাবুশানে ৩৫ ও ম্যাথু  ওয়েড ৪ রানে ব্যাট করছেন।
ওপেনার ডেভিড ওয়ার্নার এই টেস্টেও ভালো শুরু এনে দিতে পারেননি অজিদের। মাত্র ১ রানে  করে মোহাম্মদ সিরাজের শিকারে পরিণত হয়েছেন তিনি।

পুকোভস্কির ইনজুরির কারণে একাদশে সুযোগ পাওয়া মার্কাস হ্যারিসও সুবিধা করতে পারেননি। মাত্র ৫ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হয়েছেন তিনি। আর ৩৬ রান করে অভিষিক্ত ওয়াশিংটন সুন্দরের শিকার হয়েছেন স্টিভ স্মিথ।

এ ম্যাচে অভিষেক হচ্ছে টি নটরাজনেরও। এখন পর্যন্ত ৬ ওভারে ১ মেডেনসহ ৮ রান দিয়েছেন তিনি।

চার  ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ সমতায় আছে। অ্যাডিলেডে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ও মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ভারত জয় লাভ করে। সিডনিতে সিরিজে তৃতীয় টেস্টটি ড্র হয়েছে। ব্রিসবেন টেস্টটি তাই সিরিজ নির্ধারণী হিসেবে পরিণত হয়েছে।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা