শুক্রবার , ২৬ আগস্ট ২০২২ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে জাপান

Paris
আগস্ট ২৬, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ

সিল্কসিটনিউজ ডেস্কঃ

অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সেমিফাইনালে এশিয়ার দেশ জাপানের কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ব্রাজিলের মেয়েরা। আজ ভোরে হওয়া এই ম্যাচে হতাশা উপহার দিয়েছে সেলেসাওরা। এর ফলে একবারো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চাপে রাখে বর্তমান চ্যাম্পিয়ন জাপান।

সেই সুবাদে ৩০ মিনিটে ইয়ুজুকি ইয়ামামোতোর গোলে এগিয়ে যায় জাপানিজরা। প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল।

অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৪ মিনিটে মিরিয়াম ক্রিশ্চিনার গোলে সমতা ফেরে ব্রাজিল। তাতে ফাইনালের আশা আবার জেগে ওঠে সেলেসাও ডাগআউটে। তবে সে আশা স্থায়ী হলো মাত্র ২৯ মিনিট। ম্যাচের ৮৪ মিনিটে মাইকা হামানোর গোলে ফাইনাল নিশ্চিত হয় জাপানের। বক্সের বাইরে থেকে সতীর্থের বাড়ানো বল দখলে নিয়ে গোলরক্ষককে দারুণ দক্ষতায় ধোঁকা দেন, অসাধারণ এক চিপে জয়সূচক গোলটা পেয়ে যান তিনি।

আরেক সেমিফাইনালে নেদারল্যান্ডসের মেয়েদের ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেনের মেয়েরা। আগামী ২৯ আগস্ট ভোরে ফাইনালে জাপান মুখোমুখি হবে স্পেনের। একই দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা