বৃহস্পতিবার , ১৯ আগস্ট ২০২১ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ব্যর্থতার পরও অজি কোচ হিসেবে ল্যাঙ্গারই থাকছেন

Paris
আগস্ট ১৯, ২০২১ ৮:৫৯ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়ে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই ব্যর্থতার পাশাপাশি দলের স্টাফের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগও উঠেছিল কোচ জাস্টিন ল্যাঙ্গারের বিপক্ষে। এতকিছুর পরও অস্ট্রেলিয়ার কোচ হিসেবে ল্যাঙ্গারই থাকছেন।

আসন্ন অ্যাশেজ সিরিজে ল্যাঙ্গারের প্রতিই আস্থা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলি বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের ঐতিহ্য মেনে দারুণ কাজ করছেন ল্যাঙ্গার। জাতীয় দলের জন্য তার প্রচেষ্টা জনসাধারণের মনে বিশ্বাস পুনরুদ্ধার করেছে।’

ল্যাঙ্গারের অধীনে অস্ট্রেলিয়া ১১টি টেস্ট জিতেছে, হেরেছেে ২২টিতে। ৪৭ ওয়ানডের মধ্যে জিতেছে ২৫টিতে, হেরেছে ২২টিতে। এছাড়া ল্যাঙ্গারের অধীনে ১৮টি টি-টোয়েন্টি জিতেছে, হেরেছে ২১টিতে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা