মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বেদানার বীজ খেলে কী হয়?

Paris
নভেম্বর ৫, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বেদানার পুষ্টিগুণ কমবেশি সবারই জানা। তবে বেদানা থেকে আলাদা করে দানা ছাড়িয়ে খাওয়া বেশ ঝক্কির কাজ। অনেকেই যন্ত্রের সাহায্য বেদানার রস বের খেয়ে থাকেন। তবে রস ছেঁকে নিলে তার মধ্যে ফাইবার থাকে না।

তাই মাঝেমধ্যে এই ফলের দানা চিবিয়ে খাওয়ারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
এভাবে খেতে গিয়ে মাঝেমধ্যে অনেকেই বেদানার বীজ গিলে ফেলেন। বীজ পেটে গেলে কোনো ক্ষতি হবে কি না, ভেবে অনেকের মনে উদ্বেগ কাজ করে।

পুষ্টিবিদরা যা বলছেন তাতে উদ্বিগ্নের পরিবর্তে খুশি হওয়ার কথা।

তারা বলছেন, বেদানার মধ্যে যে পরিমাণ ফাইবার রয়েছে, তার চেয়েও বেশি রয়েছে বেদানার বীজে। শুধু তা-ই নয়, এই ফলের বীজে এমন কিছু উপাদান রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধক বলেও বিভিন্ন গবেষণায় তথ্য উঠে এসেছে।
এ ছাড়া বেদানার বীজে এক প্রকার তেলও থাকে, ত্বকের তারুণ্য এবং জেল্লা ধরে রাখতে এই বীজ বিশেষভাবে সাহায্য করে।

বেদানার বীজে রয়েছে ভিটামিন ‘ই’ এবং ম্যাগনেশিয়াম।

অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই বীজ হার্টের জন্যও ভালো। এই বীজের মধ্যে রয়েছে পলিআনস্যাচুরেটেড ফ্যাট। দেহের এবং মস্তিষ্কের প্রদাহজনিত সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে বেদানার বীজ।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - লাইফ স্টাইল