শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিশ্বসেরা বডি বিল্ডারের অকাল মৃত্যু

Paris
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মাত্র ৩৬ বছর বয়সেই মারা গেলেন বিশ্বসেরা বডি বিল্ডার ইলিয়া গোলেম ইয়েফিমচেক।

ইনস্টাগ্রামে অত্যন্ত জনপ্রিয় বেলারুশের নাগরিক ইলিয়ার বুকের মাপ ছিল ৬১ ইঞ্চি। বাইসেপেস ২৫ ইঞ্চি। ওজন ছিল ৩৪০ পাউন্ড বা ১৫৪ কেজি। কিন্তু তার হৃদস্পন্দন থেমে গেলো মাত্র ৩৬ বছর বয়সেই।

গত ৬ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর চলে যান কোমায়। গত কয়েকদিন ধরে চিকিৎসা চলার পর অবশেষে ১১ সেপ্টেম্বর প্রাণ হারান ইলিয়া। তার মৃত্যুতে শোকস্তব্ধ তার ভক্তকূল।
ইলিয়ার স্ত্রী অ্যানা বলেন, “ও হাসপাতালে ভর্তি হওয়ার পর সর্বক্ষণ তার পাশে ছিলাম। প্রার্থনা করছিলাম যাতে সুস্থ হয়ে ওঠে। দিন দুয়েকের জন্য কাজ করা শুরুও করেছিল ওর হার্ট। তবে ব্রেন ডেথ হয়ে যাওয়ার সব আশা শেষ হয়ে গেল।”

বেলারুশিয়ান এই বডি বিল্ডার যদিও কখনও পেশাদার ইভেন্টে অংশ নেননি, তার ওয়ার্কআউট রুটিনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন, যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তাকে ‘দ্য মিউট্যান্ট’ উপাধিও দেওয়া হয়।

ইলিয়া গোলেমের উচ্চতা ছিল ৬ ফুট ১ ইঞ্চি। প্রতিদিন ১৬,৫০০ ক্যালোরিযুক্ত খাবার খেতেন। এর মধ্যে রয়েছে পাঁচ পাউন্ডের বেশি মাংস এবং ১০০টিরও বেশি সুশির টুকরো।

জানা গেছে, দিনে সাতবার খাবার খেতেন ও শরীরচর্চা করতেন। শরীর চর্চার জন্য জীবন বাজি রাখতে পারেন বলে দাবি করা দুনিয়া খ্যাত এই বডি বিল্ডার ৬০০ পাউন্ড বেঞ্চ স্পেস ও ৭০০ পাউন্ড স্কোয়াটস করতে পারতেন।

গোটা বিশ্বজুড়ে সোশাল মিডিয়ায় জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন তিনি। সর্বদা শরীরচর্চার মধ্যে থাকা ইলিয়ার মতো একজন ব্যক্তির এমন অকালমৃত্যুতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী ভয়াবহভাবে বেড়েছে ‘হৃদরোগ’ আক্রান্ত হয়ে মৃত্যুর হার। সেই তালিকায় যুক্ত হলেন বিশ্বখ্যাত ‘বডি বিল্ডার’। কোভিড-১৯ মহামারীর পরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। অনেকে ট্রেড মিলে দৌড়ানোর সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন। তবে প্রশ্ন, ফিটনেস এবং ওয়ার্কআউট করে ফিট থাকা একজন ব্যক্তি কীভাবে হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন। ডাক্তাররা বলছেন, নিয়ম না মেনে অতিরিক্ত শরীরচর্চাও মানুষের জন্য বিপদ ডেকে আনতে পারে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক