রবিবার , ১ নভেম্বর ২০২০ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ মিনার ভাঙল দুর্বৃত্তরা

Paris
নভেম্বর ১, ২০২০ ১০:৩৯ পূর্বাহ্ণ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ভাগবজর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ মিনারটি ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

আজ রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, আসন্ন বিজয় দিবস পালনের লক্ষ্যে এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় ভাগবজর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শহীদ মিনার নির্মাণ কাজ চলছিল। ইতিমধ্যে শহীদ মিনারের নির্মাণ কাজও প্রায় শেষ। এরইমধ্য গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা শহীদ মিনারের স্তম্ভের কিছু অংশ ভেঙে দিয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এদিকে নির্মাণাধীন শহীদ মিনারের বেদিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

এ বিষয়ে ভাগবজর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রেহানা খাতুন বলেন, সবার সহযোগিতায় স্কুলে শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। রাতের অন্ধকারে কে-বা কারা শহীদ মিনারটি ভাঙচুর করেছে। এছাড়া চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত বৃহস্পতিবারই অবসরে গেছেন বলেও জানান তিনি।

নন্দীগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, ‘দুর্বৃত্তরা শহীদ মিনারের স্তম্ভের কিছু অংশ ভেঙে দিয়েছে শুনেছি। বিষয়টি খুবই ন্যক্কারজনক। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - রাজশাহীর খবর