বুধবার , ২৮ অক্টোবর ২০২০ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিদেশি ওমরাহযাত্রীর জন্য সৌদির পাঁচ নির্দেশনা

Paris
অক্টোবর ২৮, ২০২০ ৫:০৬ অপরাহ্ণ

করোনা মহামারিতে স্থগিত থাকা ওমরাহ সৌদির স্থানীয় ও প্রবাসীদের জন্য প্রথম দুই ধাপে সীমিত পরিসরে শুরু হয়। আগামী রবিবার (১ নভেম্বর) থেকে শুরু হবে চতুর্থ ধাপ। স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনে ওমরায় অংশগ্রহণ করতে পারবে সৌদি আরবের বাইরের দেশের নাগরিকরাও।

তবে ওমরাহ পালনের জন্য বিদেশিদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তম্মোধ্যে প্রধান পাঁচটি নির্দেশনা হলো :

এক. ওমরাহ পালনে মক্কায় যাওয়ার আগে কোনো নিবন্ধিত ওমরাহ কোম্পানি বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরার আবেদন সম্পন্ন করতে হবে।

দুই. করোনাকালে ওমরাহ পালনের জন্য বয়সসীমা নির্ধারণ করেছে সৌদির হজ ও ওমরাজ মন্ত্রণালয়। ১৮ থেকে ৫০ বছর বয়সী সৌদির বাইরের দেশের নাগরিকরা ওমরাহ পালনের সুযোগ পাবে।

তিন. ওমরাহ যাত্রীদের পিসিআর পরীক্ষায় সম্পন্ন করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদান করতে হবে। তবে নিজ দেশের নির্ভরযোগ্য কোনো ল্যাব থেকে দেশ ত্যাগের ৭২ ঘণ্টার মধ্যে তা সম্পন্ন করতে হবে।

চার. সৌদি আরব পৌঁছে সব ওমরাহযাত্রীকে হোটেলে তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

পাঁচ. ওমরাহ পালনকারীর পাসপোর্টের সব তথ্যের সত্যতার বিষয়ে সংশ্লিষ্ট ওমরাহ কোম্পানিকে দায়ভার গ্রহণ করতে হবে। ওমরাহ যাত্রীর বিমান টিকিট ও আবাসনের তথ্যসহ সব তথ্য সৌদিতে পৌঁছার ২৪ ঘণ্টা আগে প্রদান করতে হবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত