বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিএনপির অফিস ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় দামকুড়া থানায় মামলা

Paris
আগস্ট ২৯, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দামকুড়া এলাকায় বিএনপির অফিস ভাংচুর, অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে দামকুড়া থানার নতুন মধুপুর গ্রামের মমতাজ আলীর ছেলে ইনসান আলী বাদি হয়ে এ মামলাটি দায়ের করেছেন। দামকুড়া থানা বৃহস্পতিবার মামলাটি রেকর্ড করেছে। মামলায় ২৩ জন আসামীর নাম উল্লেখ করা হয়েছে। আসামীরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক।

মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দামকুড়া থানার দামকুড়াহাটের ফিরোজের দোকানের উত্তর পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি অস্থায়ী নির্বাচনী অফিস ছিল। গত ২০১৮ সালের ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় আসামীরা দলবদ্ধ হয়ে প্রবেশ করে অস্থায়ী অফিসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে ৩০ ডিসেম্বর আমি সহ তসলেম আলী, হারেজ আলী, খোশ মোহাম্মদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য দামকুড়া থানার দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়ে যাই। দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়ের সামনে উপস্থিত হলে আসামীরা আমাকে ও সাথে থাকা তিনজনকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাঁধা দেয়।

পরে তারা দল বেধে আমাদের ধাওয়া করে। পালানোর সময় আমাদের লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। এছাড়াও তারা আমাদেরকে জিআই পাইপ লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। মামলায় উল্লেখ করা হয় সেই সময় পরিবেশ ছিল না বলে মামলার করা সম্ভব হয়নি।

মামলার আসামীরা হলো, দামকুড়া এলাকার মধুপুর নজরুল ইসলামের ছেলে রফিক আলী (৫৬), তৌফিক আলী (৪৬), শরিফ উদ্দিন (৬০), মিজান মাস্টার (৪০), দেলশাদ আলী (৩৫), ইব্রাহিম (৪২), সেরাজুল (৪০), ইসরাইল (৪৫), ফারুক (৪২), জসিম উদ্দিন (৩৫), হাবিবুর টাইপ ভূত (৩৭), শাহিন (৪৬), আমিনুল ইসলাম (৫২), কাজল (৩৭), সাব্বির (২৮), সাহিন লিটন (৩৭), সাহিন আলম (৪২), রাকিব (৩২), মিন্টু (৩৩), মায়নুল (৩৫), সোহেল রানা (৬৪), শহিদুল (৩২), বাদশা (৫০)। সবাই দামকুড়া এলাকার বাসিন্দা।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, মামলার পর থেকে আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। যতদ্রুত সম্ভব আসামীদের গ্রেপ্তার করা হবে।

সর্বশেষ - রাজশাহীর খবর