বৃহস্পতিবার , ১০ মে ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিএনপি বলছে ছাত্রলীগ করে সিইসি হয়েছেন নুরুল হুদা

Paris
মে ১০, ২০১৮ ১০:৩৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘ছাত্রলীগ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হতে পারলে, ছাত্রদল করে রিটার্নিং কর্মকর্তা হতে সমস্যা কোথায়?’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ বৃহস্পতিবার বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) তাঁদের আশ্বাস দিয়েছে। ইসির আগ্রহ নিয়ে তাঁরা প্রশ্ন তুলছেন না। তবে ইসির সক্ষমতা নিয়ে তাঁদের সন্দেহ আছে। ইসি পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ রাখতে পারবে কি না, তা নিয়ে বিএনপি দুশ্চিন্তাগ্রস্ত।’

খুলনা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিএনপির এজেন্টদের নানাভাবে হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগ এনে দলটির একটি প্রতিনিধিদল বিকেলে সিইসি কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করেন। সিইসির সঙ্গে দেখা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নজরুল ইসলাম খান। তিনি সাংবাদিকদের বলেন, তাঁরা ‘অন্যায়ভাবে’ গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা-কর্মীদের মুক্তি এবং নতুন করে কাউকে হয়রানি না করার দাবি জানিয়েছে।

এর আগে গতকাল বুধবার আওয়ামী লীগ সিইসির সঙ্গে দেখা করে অভিযোগ করেছিল, খুলনা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী একটি দলের (ছাত্রদল) ক্যাডার ছিলেন। এ জন্য আওয়ামী লীগ নির্বাচনী মাঠে সমান সুযোগ পাচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘তাঁরা সিইসিকে বলেছেন, সিইসি ছাত্রলীগ করতেন। তিনি ছাত্রলীগ করে সিইসি হতে পারলে ছাত্রদল করা কেউ রিটার্নিং কর্মকর্তা হলে তাতে সমস্যা কী।’

প্রতিনিধিদলে আরও ছিলেন নিতাই রায় চৌধুরী ও মাহবুব উদ্দিন খোকন।

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি