রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাসভবনে হামলার পর ভিডিওবার্তা নেতানিয়াহুর

Paris
অক্টোবর ২০, ২০২৪ ৮:২৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নিজ বাসভবনে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিব্রু এবং ইংরেজি ভাষায় একজোড়া ভিডিওবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, ‘কোনো কিছুই তাকে নিরস্ত করতে পারবে না’ এবং ‘ইসরায়েল এ যুদ্ধে জিতবে’।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তেল আবিবের উত্তরে সিজারিয়ায় অবস্থিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে শনিবার (১৯ অক্টোবর) সকালে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

পরে নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবারের কোনো সদস্য ওই বাসভবনে ছিলেন না। ফলে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। হামলার ঠিক একদিন পর সামাজিক যোগাযোগমাধ্যম এ বার্তা দিলেন তিনি।

হিব্রু ভাষার ভিডিওতে দেখা গেছে, চোখে রোদচশমা এবং কালো রঙের পোলো শার্ট পরা নেতানিয়াহু রৌদ্রজ্জল দিনে সুন্দর সবুজ একটি পার্কে হাঁটছেন এবং বলছেন, ‘আপনারা জানেন, দু’দনি আগে আমাদের সেনাদের হাতে গণহত্যাকারী (হামাস নেতা) নিহত হয়েছে। আমি আগেও বলেছিলাম, আবারও বলছি— এটা আমাদের অস্তিত্বের লড়াই এবং শেষ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাবো।’

তিনি বলেন, ‘আমি আরও বলতে চাই যে আমি আমাদের সেনাদের নিয়ে গর্বিত। আমি আমাদের কমান্ডারদের নিয়ে গর্বিত এবং সর্বোপরি আমি ইসরায়েলের নাগরিকদের নিয়েও গর্বিত।’

ইংরেজি ভাষার ভিডিওতে নেতানেয়াহু বলেন, ‘একজন সন্ত্রাসী মাস্টারমাইন্ড, যার অনুসারী দুর্বৃত্তরা আমাদের পুরুষদের শিরোচ্ছেদ করেছে, আমাদের নারীদের ধর্ষণ করেছে, আমাদের শিশুদের জীবন্ত পুড়িয়ে মেরেছে, তাকে আমরা হত্যা করেছি।’

তিনি বলেন, ‘ইরান ও তার অনুসারীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে।’

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক