শনিবার , ২৫ ডিসেম্বর ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৫ জনের কেউই শঙ্কামুক্ত নন’

Paris
ডিসেম্বর ২৫, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় যারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন তাঁদের কেউ শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ডা. সামন্ত লাল বলেন, ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকিদের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। তাদের আশঙ্কামুক্ত হিসেবে দেখছেন না চিকিৎসকরা। তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে।

তিনি বলেন, বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২ জন ভর্তি আছে। তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য গতকালই ইনস্টিটিউট থেকে একটি চিকিৎসকদল সেখানে গেছে।

এদিকে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত ২১ জন রোগী বার্ন ইনস্টিটিউটে এসেছিল। তাদের মধ্যে হাবীব খান (৪৫) নামের একজন রাতে মারা গেছেন। ১৫ জনকে ভর্তি রাখা হয়েছে। আর বাকিদের প্রাক-প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সূত্র: কালের কন্ঠ

সর্বশেষ - জাতীয়