বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বান্দরবানে ২০ দোকান পুড়ে ছাই

Paris
নভেম্বর ৫, ২০২০ ৩:১৫ অপরাহ্ণ

বান্দরবানের থানচি উপজেলায় আগুনে ২০ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রেমাক্রি ইউনিয়নের বড় মদকবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই বাজারে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে বড় মদকবাজারের ছোট-বড় ২০ দোকান। এ সময় আশপাশের আরও ২২ দোকান ও বাড়িঘর আগুন নেভাতে গিয়ে গ্রামবাসীরা ভেঙে ফেলেছেন। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন প্রতিবেশীরা।

রেমাক্রি ইউপি চেয়ারম্যান মুসুথোয়াই মারমা রনি জানান, দোকানের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে বড় মদকবাজারের দোকানসহ আশপাশের ৪৫টির মতো দোকান-ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, বড় মাদকবাজারে আগুনে ২০ দোকান এবং পার্শ্ববর্তী অনেক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল নদীপথে ঘটনাস্থলে গেছে।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়