বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাদল দিনে সরষে ইলিশ (ভিডিও)

Paris
অক্টোবর ২৪, ২০১৯ ৬:৩৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সরষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ দোপেয়াজা, ইলিশ পাতুরি, ইলিশ ভাজা, ভাপা ইলিশ, স্মোকড ইলিশ, ইলিশের মালাইকারী – এমন নানা পদের খাবার বাংলাদেশে জনপ্রিয়।

বাদল দিনে ঘরেই তৈরি করতে পারেন জিভে জল আনা সরষে ইলিশ। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন সরষে ইলিশ।

যা লাগবে

আস্ত ইলিশ মাছ একটি, সরষে বাটা দুই টেবিল চামচ, পিঁয়াজ বাটা দুই টেবিল চামচ, আদা-রসুন-জিরা বাটা এক, টেবিল চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল দুই টেবিল চামচ, সয়াবিন তেল দুই টেবিল চামচ, হলুদ গুঁড়া এক/দুই চা চামচ, মরিচ গুঁড়া এক/দুই চা চামচ কালিজিরা এক চিমটি (না দিলেও চলবে)।

যেভাবে করবেন

প্রথমে একটি পাত্রে তেল গরম করে তাতে কালিজিরা ফোঁড়ন দিতে হবে। এবার তাতে সরষে বাটা আর কাঁচা মরিচ ছাড়া একে একে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এতে আস্ত মাছটি দিতে হবে, এরপর আস্ত মাছটি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এক/দুই কাপ গরম পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিন।

ঢাকনা তুলে সরষে বাটা আর কাঁচা মরিচ দিয়ে আরও পাঁচ/ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। তেল মাছের উপরে ওঠে এলেই নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে।

সর্বশেষ - লাইফ স্টাইল