বুধবার , ২১ মার্চ ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় স্বামীর দাঁয়ের কোপে স্ত্রী আহত

Paris
মার্চ ২১, ২০১৮ ১:৫৯ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় স্বামীর দাঁয়ের কোপে স্ত্রী আহত হয়েছে। স্ত্রী তিন দিন থেকে মাথায় ছয়টি সেলাই নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে কাতরাচ্ছে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা যায়, উপজেলার বাউন্ডাংগা গ্রামের রয়েজ উদ্দীনের মেয়ে সুমি খাতুনের খায়েরহাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে লাভলু হোসেনের সাথে তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে এক লক্ষ টাকা স্ত্রী সুমির বাবার কাছে যৌতুব দাবি করে আসছিল স্বামী লাভলু হোসেন। এই যৌতুকের টাকা দিতে না পারায় সোমবার (১৯ মার্চ) দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে স্বামী লাভলু হোসেন ধারালো দাঁ দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। পরে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়। বর্তমানে সুমি তিন দিন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে মাথায় ছয়টি সেলাই নিয়ে কাতরাচ্ছে। এই ঘটনায় ওইদিন সুমির বাবা রয়েজ উদ্দীন বাদি হয়ে তিনজনকে অভিযুক্ত করে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর