বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০১৯ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

Paris
ডিসেম্বর ১৯, ২০১৯ ৫:১৯ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ভেজাল খেজুর গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে চিনি গালাই করে খেজুর গুড় তৈরির সময় কারখানা মালিক মোস্তফা হোসেনকে আটক করা হয়। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুড় ধ্বংস করে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করেন। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, চলতি শীত মৌসুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভেজাল গুড় তৈরি না করার জন্য মাইকিং করা হয়। তারপরও কিছু ব্যক্তি নামমাত্র খেজুর রসের সাথে চিনি, আটা, হাইড্রোস, ফিটকারি, সোডা, চুন, নারিকেলের তেল, রং মিশ্রন করে গুড় তৈরি করা হচ্ছে। তারা অধিক মুনাফা লাভের আশায় ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করছে।

উপজেলার সুলতানপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোস্তফা হোসেনের বাড়িতে চিনি গালাই করে ভেজাল খেঁজুর গুড় তৈরি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বাঘা থানার ওসি নজরুল ইসলাম ফোর্সকে সাথে নিয়ে গুড় তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করেন আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। এ সময় মোস্তফা হোসেন হাতেনাতে আটক হয়। তিনি অপরাধ স্বীকার করায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিসিফের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে ভেজাল গুড়গুলো ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা ও আড়াই মণ গুড় এবং গুড় তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

 

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর