বৃহস্পতিবার , ২১ জুলাই ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় ইউপি সদস্যদের শপত গ্রহন

Paris
জুলাই ২১, ২০১৬ ৫:৩৩ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী মেম্বর এবং চেয়ারম্যানদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নিরদলীয় ভাবে সম্পূর্ণ করার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। সদ্য নির্বাচিত এই তিন ইউনিয়ন পরিসদ নির্বাচনে বিজয়ী মেম্বরদের শপত গ্রহন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপর  ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শপত গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ,বাউসা ও চকরাজাপুর ইউপি নির্বাচনে বিজয়ী ৩৬ জন মেম্বর এবং তিন চেয়ারম্যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম তাদের শপত বাক্য পাঠ করান।  এর মধ্যে ১৮ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে শপন নেত চেয়ারম্যানরা।

 
অনুষ্ঠানে  নির্বাহী কর্মকর্তা নবনির্বাচিত মেম্বর-চেয়ারম্যানদের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বলেন, বর্তমান সরকারের  দৃড় প্রত্যায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন। যেটা আমরা উপহার দিতে সক্ষম হয়েছি। তিনি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে একাত্বতা ঘোসনা করে সকল জনপ্রতিনিধিকে  সুন্দর দেশ গড়ার  স্বার্থে নাশকতা  প্রতিরোধে  এক হয়ে কাজ কারার আহবান জানান। সেই সাথে  গ্রাম আদালতকে সক্রীয় করাসহ বাঘা কে উন্নয়নের রোল হিসাবে গড়ে তোলার আহবান জানান।

 
আয়োজিত শপত গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পানেল চেয়ারম্যান-১, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিমুল আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাক্তার সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুল আলম, বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম, বাঘা থানা অফিসার ইনচার্জ আলী মাহামুদ, আড়ানী পৌর আওয়ামীললীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, চকরাজাপুর ইউপি’র নর্বনির্বাচিত চেয়ারম্যান আজিযুল আযম প্রমুখ।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর