সোমবার , ২৭ জানুয়ারি ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Paris
জানুয়ারি ২৭, ২০২০ ১০:৩৩ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
মাদককে না-বলি খেলার মাঠে ফিরে আসি স্লেগান এবং মুজিববর্ষকে শ্রদ্ধা জানিয়ে রাজশাহীর বাঘায় “ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্ট’’ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে বাঘা শাহদৌল্লা সরকারি কলেজ মাঠে এ খেলার উদ্বোধন করেন খেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানার ওসি নজরুল ইসলাম, শাহদৌল্লা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী করেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান।

উদ্বোধনী খেলায় অংশ নেন বাঘা ফ্রেন্ড সার্কের একাদশ ও লালপুর উপজেলার বিলমাড়িয়া একতা ক্লাব। ১৬টি দল এ খেলায় অংশ নেবেন।

নির্বাহী কর্মকর্তা বলেন, নিজের শরীল চর্চা ও সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে খেলা কোন বিকল্প নাই। মাদকের সাথে সম্পৃক্তদের খেলার মাঠে ফিরিয়ে আনাসহ আগামি মাসে এই মাঠে ভলিবল খেলার উদ্বোধন করবেন বলে ঘোষনা দেন।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর