শনিবার , ১২ জুন ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় আম নিয়ে দ্বন্দ্বে স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে মারপিট: আটক ২

Paris
জুন ১২, ২০২১ ৪:৫৭ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আম নিয়ে দ্বন্দ্বে স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে মারপিটের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুন) সকালে উপজেলার মনিগ্রাম বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

জানা যায়, উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের আম বিক্রি করাকে কেন্দ্র করে সাবেক সভাপতি আফাজ উদ্দিন ও বর্তমান সভাপতি কাবাতুল্লা সরকারের মধ্যে দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বের জের ধরে শনিবার সকাল ১১টার দিকে মনিগ্রাম বাজারে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে কাবাতুল্লা সরকারকে মারপিট করা হয়। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে এই ঘটনায় কাবাতুল্লা সরকার বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের প্রেক্ষিতে আফাজ উদ্দিন ও তার সহযোগি শাহিন আলমকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম বলেন, এলাকায় মাইকিং করে আম বাগানের উন্মুক্ত ডাকের আয়োজন করা হয়। উন্মুক্ত ডাকে ১০ জন ব্যবসায়ী অংশ গ্রহণ করে। এরমধ্যে সর্বচ্চো ৩ লক্ষ ৪৫ হাজার টাকা দাম হাকা হলেও কমিটির মনমত না হওয়ায় আম বিক্রি স্থগিত করা হয়। তারপর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অবগত করে আম ঢাকায় চালান দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। গাছ থেকে দুই দফায় ১০৫ ক্যারেট আম ঢাকায় চালান দেয়া হয়েছে। এই নিয়ে বর্তমান সভাপতি কাবাতুল্লা সরকার ও সাবেক সভাপতি আফাজ উদ্দিনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কাবাতুল্লা সরকার বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের প্রধান আসামী আফাজ উদ্দিন ও শাহিন আলমকে আটক করা হয়েছে।

স/জে

সর্বশেষ - রাজশাহীর খবর