মঙ্গলবার , ৩০ মে ২০২৩ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় মোল্লা এন্টারপ্রাইজের শো-রুমে ৩৫ লক্ষ টাকার মোবাইল চুরি

Paris
মে ৩০, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় মোল্লা এন্টারপ্রাইজের শো-রুমের তালা ভেঙ্গে ৩৫ লক্ষ টাকার মোবাইল চুরি হয়েছে। সোমবার (২৯ মে) রাতে এই চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, বাঘা পুরাতন বাসস্ট্যান্ডে হামিদা প্লাজায় মোল্লা এন্টারপ্রাইজের মালিক রোসনাল আহম্মেদ সুজন সোমবার রাতে শো-রুম বন্ধ করে বাড়ি চলে যায়।

মঙ্গলবার (৩০ মে) সকাল ৮টার দিকে শো-রুমে এসে দেখেন গেটে নতুন তালা লাগানো। চাবি দিয়ে চেষ্টা করেও তালা খুলতে না পেরে তালা ভেঙ্গে দেখেন শো-রুমে রাখা সমস্ত মোবাইল চুরি হয়েছে। শো-রুম মালিক প্রাথমিকভাবে ধারণা করছে ৩৫ লক্ষ টাকা মোবাইল চুরি হয়েছে। এছাড়া ক্যাশ বাক্্ের রাখা ৩ লক্ষ ৮ হাজার ৯৯০ টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে।

মোল্লা এন্টারপ্রাইজের মালিক রোসনাল আহম্মেদ সুজন বাদি হয়ে মঙ্গলবার বাঘা থানায় একটি সাধারণ ডাইয়েরী করেন।

মোল্লা এন্টারপ্রাইজের মালিক রোসনাল আহম্মেদ সুজন বলেন, শাওমি, আইটেল, মারসেল ও জিও সহ চারটি মোবাইল কম্পানির আমি পরিবেশক। আমার ১৩ জন লোক নিয়োগ করা আছে। তারা সকাল থেকে বিভিন্ন মার্কেটে চারটি কম্পানির মোবাইল ফোন বিক্রি করেন। সন্ধায় এসে টাকা বুঝিয়ে দেন। সোমবার যে টাকা মার্কেট থেকে সংগ্রহ হয়েছিল, সমস্ত টাকা ক্যাশ বাক্্ের রাখা ছিল।
এ বিষয়ে বাঘা থানার তদস্ত ওসি আবদুল করিম বলেন, এ বিষয়টি আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি শীর্ঘই চোর সনাক্ত করতে পারবো।

সর্বশেষ - রাজশাহীর খবর