মঙ্গলবার , ২১ নভেম্বর ২০১৭ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘা পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীদের দৌড়ঝাঁপ

Paris
নভেম্বর ২১, ২০১৭ ১২:৩৩ অপরাহ্ণ

আমানুল হক আমান, বাঘা:
রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপির দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন পেতে ব্যাপকভাবে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

ভোটের আগে মনোনয়ন যুদ্ধে যিনি জয়ী হবেন তিনিই এগিয়ে থাকবেন বলে মনে করছেন প্রার্থীরা। তাই আগেই মাঠে নেমেছেন তারা। সম্ভাব্য মেয়র প্রার্থীরা দৌড়াচ্ছে ভোটারদের কাছে শুভেচ্ছা জানিয়ে জনগণকে জানান দিচ্ছেন তারা এবার নিজ নিজ দলের সম্ভব্য প্রার্থী।

আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদে আওয়ামীলীগ ১০ জন সম্ভাব্য প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আক্কাছ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, জেলা আওয়ামীলীগের সদস্য আমানুল হাসান দুদু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওয়াহেদ সাদিক কবীর, পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও সাবেক পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন।

মনোনয়নের বিষয়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সম্ভাব্য সকল মেয়র পদে প্রাথীদের জরিপ অনুযায়ী জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে তালিকা পাঠানো হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে মনোনয়ন চুড়ান্ত করবে কেন্দ্রীয় কমিটি। তবে বড় বড় পদ নিয়ে থাকলেই মনোনয়ন দেওয়া হবে সেটা ঠিক না। যার মাঠ পর্যায়ে অবস্থান ভালো, গ্রহণ যোগ্যতা বেশি তাকে দলীয়ভাবে মনোনয়ন চুড়ান্ত করে নৌকা প্রতীক দিবে কেন্দ্রীয় কমিটি।

বিএনপি’র মনোনয়ন প্রতাশিদের তালিকায় চারজন রয়েছেন, সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল হোসেন তফি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।

এছাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিদুল ইসলাম ও বাঘা পৌর জামায়াতে আমীর প্রভাষক সাইফুল ইসলাম সম্ভাব্য মেয়র প্রার্থী।

উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, পৌর নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি তৃণমূলে আছে। তবে বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের নামে অসংখ্যা মামলা দেয়া হয়েছে। এই সব মামলায় পৌর নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের হয়রানির আশংকা রয়েছে। তবে আলোচনা করেই দলীয় প্রার্থী নির্ধারণ করা হবে। দলের মনোনীত র্প্রার্থীর পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সম্ভাব্য প্রার্থীরা সবাই নিজ নিজ দলের মনোনয়ন লাভের আশায় এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। ব্যানার-ফেস্টুনে পৌর এলাকায় মোড়ে মোড়ে ছেয়ে গেছে। নির্বাচন ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা।

তবে শেষ পর্যন্ত কার মাথায় উঠবে দলীয় মনোনয়নের মুকুট সেটিই দেখার অপেক্ষায় পৌরবাসীর।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর