সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘা উপজেলা চেয়ারম্যান ও আড়ানী এবং বাঘা পৌর মেয়রকে অপসারণ

Paris
আগস্ট ১৯, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি :
সারা দেশের ন্যায় রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আড়ানী এবং বাঘা পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে। রোববার এ ব্যাপারে পৃথক প্রজ্ঞাপন জারি করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ জুন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু মোটরসাইকেল প্রতীকে ৩২ হাজার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান আনারস প্রতীকে ৩২ হাজার ২৯৯ ভোট পেয়ে পরাজিত হন।

২০২২ সালের ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী (জগ) প্রতীকে ১২ হাজার ৩৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু (নৌকা) ৬ হাজার ১৮৭ ভোট পেয়ে পরাজিত হন।

২০২১ সালের ১৬ জানুয়ারী আড়ানী পৌর আওয়ামী লীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী নারিকেল গাছ প্রতীক নিয়ে ৫ হাজার ৯০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আড়ানী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শাহীদ নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৩০০ পেয়ে পরাজিত হন।

উল্লেখ্য, সারা দেশে ৩২৩টি পৌরসভার মেয়র, ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছেন সরকার। এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সর্বশেষ - রাজশাহীর খবর