মঙ্গলবার , ১৮ সেপ্টেম্বর ২০১৮ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগাতিপাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক কামরুল, শিক্ষিকা শাকিলা

Paris
সেপ্টেম্বর ১৮, ২০১৮ ৭:০৬ অপরাহ্ণ

বাগাতিপাড়া প্রতিনিধি
চলতি বছর নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং পাঁকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাকিলা আফরীন শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের এ সম্মাননা দেওয়া হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম জানান, প্রাথমিক শিক্ষা পদক প্রদান বিষয়ক উপজেলা বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সভাপতি ইউএনও নাসরিন বানু শিক্ষক কামরুল ও শিক্ষিকা শাকিলাকে উপজেলার শ্রেষ্ঠ ঘোষনা করেন। স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষা প্রশাসন ব্যবস্থাপনা, সমাপণী পরীক্ষায় সফলতা অর্জনসহ শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য তাঁদের সেরা নির্বাচিত করা হয়।

এর আগে গত বছরেও ওই দুই শিক্ষক উপজেলায় সেরা নির্বাচিত হয়েছিলেন।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর