বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০১৬ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় বাংলা ভাইয়ের অর্থ দাতা আকবর গ্রেপ্তার

Paris
জুলাই ২৮, ২০১৬ ৪:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারা থেকে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অর্থদাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বিহানালী গ্রাম থেকে আকবর আলী ওরফে ভাটা আকবর (৫০) নামের ওই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন সিল্কসিটি নিউজকে জানান, বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বড়বিহানালী গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ আকবর আলীকে  গ্রেপ্তার করে। এর আগেও তাকে আটক করা হয়েছিল। কিন্তু জামিনে বেরিয়ে আবারও গা-ঢাকা দেন তিনি। বর্তমানে তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

ওসি বলেন, আকবর আলী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তিনি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জেএমবির শীর্ষনেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অর্থ দাতা ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে খুঁজছিল।
স/মি

সর্বশেষ - রাজশাহীর খবর