রবিবার , ১ অক্টোবর ২০১৭ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় বজ্রপাতে তিন জেলে নিহত

Paris
অক্টোবর ১, ২০১৭ ১:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বাগমারায় বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। বড় বিহানালি ইউনিয়নের একটি বিলে রবিবার সকালে মাছ মারতে কয়েকজন জেলে। পরে দুপুর বজ্রপাতের শিকার হন তিন জেলে। এতে ঘটনাস্থলে এ তিন জেলে মারা যান।

নিহতরা হলেন, বড়বিহানালি গ্রামের আব্দুল খালেকে ছেলে খুরশেদ আলম (২৫), সেকেনের ছেলে আবুল হোসেন (৩৫) এবং সেকেনের জালাল উদ্দিন (৪৫)।

স্থানীয়রা সিল্কসিটি নিজকে জানান, সকালে বড়বিহানালি ইউনিয়নের বিলসতি বিলে মাছ ঠেলা নৌকায় করে জাল নিয়ে মাছ ধরতে যান কয়কজন জেলে। একটি নৌকায় ছিলেন ১০ জন জেলে। আরেকটিতে ছিলেন চারজন জেলে।

তবে যেই নৌকাটিতে চারজন জেলে ছিলেন, তাদের নৌকাটিতে বজ্রপাতের শিকার হয়। এতে তিন জেলেই নৌকা থেকে পানিতে পড়ে যান। এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি।

বাগমারার বড়বিহানালি ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন সিল্কসিটি নিজকে বলেন, ‘ধারণা করা হচ্ছে ওই তিন জেলে বজ্রপাতের শিকার হয়ে মারা গেছেন। তাদের উদ্ধারের করতে ডুবরি দল আসে। পরে দুপুর পৌনে দুইটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এদিকে তিন জেলের নিখোঁজের খবর পেয়ে ওই বিলের আশ-পাশজুড়ে শত শত নারী-পুরুষ সেখানে ভীড় করেছে। অনেকেই বিলের পানিতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন।

 

স/আর

 

সর্বশেষ - রাজশাহীর খবর