শুক্রবার , ২৯ মে ২০২০ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

Paris
মে ২৯, ২০২০ ৬:৫১ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে আজ শুক্রবার বিকেলে পুকুরের পানিতে পড়ে আসসামি নামের চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর পিতার নাম আনোয়ার হোসেন  তার এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত শিশুর চাচা নজরুল ইসলাম জানান, বাড়ির একটু দুরে চাতরা নামক পুকুর পাড়ে আসসামি (৪) ও সামিউল (৬) নামের এক শিশু খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে পুকুরের পাড়ে পা দেয় আসসামি। পাড় ঢালু হওয়ার কারনে পা পিছলে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশুটি। তার পড়ে যাওয়া দেখে অপর শিশু সামিউল দৌড়ে তার মা শাকিলা বেগম কে খবর দেয়।

মূহুর্তের মধ্যেই দশ পনের জন মিলে তলিয়ে যাওয়া শিশুকে খোঁজাখুঁজি করতে থাকে। সেখান থেকে উদ্ধার করে উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবরে শিশুর মা শাকিলা বেগম বারবার মূর্ছা যান। শিশুর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্ধ্যা সাতটায় শিশুর জানাযার নামায অনুষ্ঠিত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে চাচা নজরুল ইসলাম জানান।

 

সর্বশেষ - রাজশাহীর খবর