বুধবার , ১৩ এপ্রিল ২০২২ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Paris
এপ্রিল ১৩, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ


বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারায় পুকুরের পানিতে ডুবে সামিম হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ( ১৩ এপ্রিল ) দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে। শিশুটি উপজেলার দ্বীপপুর ইউনিয়নের মিরপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, শিশু সামিম হোসেনকে বাড়িতে রেখে পুকুরের পাশে তার মা অন্য একটি কাজে যায়। ওই সময় বাড়ির সকলের অগচরে পুকুরে পানিতে পড়ে ডুবে যায় শিশুটি এবং সেখানেই মৃত্যু হয় তার। পরে পরিবার ও প্রতিবেশিরা  অনেক খুঁজাখুজির এক পর্যায়ে পানির নিচে থেকে মৃত অবস্থায় শিশুর লাশ উদ্ধার করে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ।

এস/আই

 

সর্বশেষ - রাজশাহীর খবর