বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশের প্রধান কোচ হওয়ার যোগ্যতা স্থানীয়দের নেই, অভিমত তামিমের

Paris
অক্টোবর ৯, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অন্য দলগুলো যখন দেশিয় কোচদের ওপর ভরসা রাখে বাংলাদেশ তখন ঠিক উল্টো। বিদেশি কোচদের কাঁধে দায়িত্ব তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত এক দশক ধরে যেমন বিরাট কোহলি-রোহিত শর্মাদের কোচের দায়িত্ব পালন করে আসছেন তাদের পূর্বসূরিরাই।

কিছুদিন আগে শ্রীলঙ্কাও তাদের সাবেক ব্যাটার সনাৎ জয়াসুরিয়াকে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছে।

বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় না কেন এমন প্রশ্ন করা হলে তামিম ইকবাল জানান, জাতীয় দলের প্রধান কোচ হওয়ার মতো তেমন কোনো দেশি কোচ নেই। ভারতীয় ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টস্টারকে’ এমনই জানিয়েছেন বাংলাদেশি ওপেনার।
তামিম বলেছেন, ‘প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ এখন বাংলাদেশে আছেন বলে বিশ্বাস করি না। এই মুহূর্তে এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন।

কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।’
প্রধান কোচ হিসেবে দেখতে না পারলেও কোচিং প্যানেলে দেশিয়দের চান তামিম। তিনি বলেছেন, ‘বাংলাদেশের কোচিং স্টাফে ৭০:৩০ অনুপাত থাকা উচিত। প্রধান কোচের সঙ্গে দুজন বিদেশি কোচ থাকতে পারেন।

তবে সহকারী কোচের পদে বাকি ৭০ শতাংশ বাংলাদেশি হওয়া উচিৎ। তাতে স্থানীয় কোচরা উপকৃত হবে। কোনো একদিন তারা প্রধান কোচ হতে পারবেন।’

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা