সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল খুলছে আজ

Paris
সেপ্টেম্বর ২৬, ২০১৬ ১:৩৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, দরকারী সংস্কারকাজের জন্য সাময়িক বিরতির পর ঢাকা, সিলেট আর চট্টগ্রামে ব্রিটিশ কাউন্সিলের অফিসগুলো আবার চালু করা হচ্ছে ২৬শে সেপ্টেম্বর থেকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সাময়িক বিরতির সময় পাশে থাকার জন্য বাংলাদেশের সরকার, সকল শিক্ষার্থী, অভিভাবক এবং সহযোগীদের ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

এছাড়া শিক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম ও নিবন্ধন শুরুর সময়সূচী প্রকাশ করা হয়েছে ঐ বিজ্ঞপ্তিতে।

 

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে ব্রিটেনের শিক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রম প্রসারে কাজ করে থাকে।

 

ফুলার রোডের কেন্দ্রে রয়েছে একটি বড় লাইব্রেরী। আর সাত মসজিদ রোডের কেন্দ্রটি ইংরেজী ভাষা শিক্ষার বিভিন্ন কোর্সের ক্লাস এবং পরীক্ষার কাজে ব্যবহার করা হয়।

 

এর আগে ২৭শে জুলাই বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

 

তখন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম বলেছিলেন, ব্রিটিশ কাউন্সিল তার কর্মীদের এবং গ্রাহকদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, সাময়িকভাবে সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে মূলত সে কারণে।

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ - জাতীয়