বুধবার , ১৪ সেপ্টেম্বর ২০১৬ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশিদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে শ্রীলঙ্কা

Paris
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ৫:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঈদের বন্ধে শ্রীলঙ্কার দর্শনীয় স্থানগুলো বাংলাদেশিদের কাছে অন্যতম ডেস্টিনেশন ছিল। কিন্তু, টিকেট কেটেও অনেকে শ্রীলঙ্কা যেতে পারেননি। অনেককে গচ্চা দিতে হয়েছে হাজার হাজার টাকা। কেননা কোনো আগাম নোটিশ না দিয়ে বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে। গালফ টাইমসে প্রকাশিত ‘শ্রীলঙ্কা বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে’- এমন একটি খবরের প্রেক্ষিতে শ্রীলঙ্কার কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।

এর আগে গালফ টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে, বাংলাদেশকে না জানিয়ে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া বন্ধ করেছে।

কলম্বো গেজেট আজ প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশও এর প্রতিক্রিয়ায় শ্রীলঙ্কানদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কান হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকেরাকে তলব করেছে।  এ সময় অতিরিক্ত পররাষ্ট্রসচিব কামরুল আহসান অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করায় অসন্তোষ ব্যক্ত করেছেন এবং এর কারণ জানতে চেয়েছেন। এ বৈঠক এক ঘণ্টা স্থায়ী হয়েছে।

উত্তরে শ্রীলঙ্কান দূত বলেছেন, তিনি এ বিষয়ে জানেন না, তিনি কলম্বোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে জানাবেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এখনও কারণ খোঁজার চেষ্টা করছেন। কেননা তাকে আগে থেকে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থা কি শিগগিরই ফিরিয়ে আসা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রীলঙ্কায় বাংলাদেশিরা সব সময়ই স্বাগত। আমরা শ্রীলঙ্কার বাংলাদেশিদের ভ্রমণ উৎসাহিত করি। মানুষে মানুষে এই যোগাযোগ সম্পর্ক উন্নয়নে সাহায্য করে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে শ্রীলঙ্কার নেওয়া এ সিদ্ধান্ত তাদের বিস্মিত করেছে। শ্রীলঙ্কার সঙ্গে এমন বিবাদহীন বন্ধুত্বের মধ্যে এটা সত্যিই বিস্ময়কর।

ওই কর্মকর্তা এটা জানাতে পারেননি, এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের বেলাতেই নাকি অন্য দেশগুলোর ক্ষেত্রেও ঘটেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, যে কারণেই সিদ্ধান্তটি আসুক সেটি আমাদের জানিয়ে নেওয়া উচিত ছিল। ওই কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে তিনি মাহিন লঙ্কা মারফত তথ্য পেয়েছেন। এ সংস্থাটি কলম্বো ও ঢাকার মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করে।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক