রবিবার , ৪ নভেম্বর ২০১৮ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঁচতে চায় জয়পুরহাটের উদীয়মান যুবক পার্থ

Paris
নভেম্বর ৪, ২০১৮ ৪:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
জয়পুরহাটের উদীয়মান যুবক পার্থ রায় (২৮) টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। সে বাঁচতে চায়। তার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে।

সে জয়পুরহাট চিত্রা পাড়া এলাকার হতদরিদ্র পরিবারের কাঠমিস্ত্রি অতুল রায়ের ছেলে। পার্থ গ্যাসের সিলিন্ডার ডেলিভারির কাজ করত। তার পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তিও ছিল সে।

তার দুটো কিডনি নষ্ট হওয়ায় প্রথমে ঢাকা লালমাটিয়া মিলিনিয়াম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২ মাস চিকিৎসাধীন থাকার পর টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় গত প্রায় ১ মাস আগে পার্থকে বাসায় ফেরত নিয়ে আসা হয়। বর্তমানে সে বাসায় রয়েছে। বিগত সময়ে তার চিকিৎসার জন্য খরচ হয়েছে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা।

ডাক্তার বলেছেন, পার্থর দুটো কিডনি পরিবর্তন করতে হবে এবং উন্নত চিকিৎসা করাতে হবে। এতে খরচ হবে প্রায় ২৫ লক্ষ টাকা।

পার্থ ও তার পরিবারের পক্ষে এত টাকা বহন করা সম্ভব নয়। এ কারণে জয়পুরহাটসহ দেশ বিদেশের রাজনৈতিক, ব্যবসায়ী, প্রশাসনসহ বিভিন্ন শ্রেনী পেশার সকল মানুষের নিকট পার্থ ও তার পরিবার যার যার স্বাধ্যমত আর্থিক সাহায্য চেয়েছেন। সবাই সাধ্যমত আর্থিক সাহায্য করলে বেঁচে যাবে একটি জীবন, সুস্থ্য হয়ে পার্থ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে।

তাকে সাহায্য পাঠানোর ঠিকানা- অগ্রনী ব্যাংক, জয়পুরহাট শাখা -০২০০০১২৬৪৩৫০৯, বিকাশ ০১৭৬৮-০৬০৭০৭ (পার্সোনাল) ।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর