শুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বসগিরি নয়, ‘বুবলি’কে দেখতে সিনেমা হলে

Paris
সেপ্টেম্বর ১৬, ২০১৬ ১০:১৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

যে সিনেমাটি দেখতে এসেছেন, তার নাম ভুলে গেছেন কামরুল। কিন্তু নায়িকার নাম তার ঠিকই মনে আছে! নাম ‘বুবলি’।

 

ঈদের এই গুরুত্বপূর্ণ সময়ে সিনেমার নাম যাই হোক, সিনেমাটিকে ‘বুবলি’ নামেই ডাকছেন আশির দশকের ঢাকার একজন সিনেমা দর্শক।

 

বুবলি নামের ঢাকাই চলচ্চিত্রের নতুন নায়িকাকে মোহাম্মদপুরের এ কে এম কামরুল হাসান সংবাদ পাঠিকা হিসেবে দেখেছেন। কিন্তু সে পাঠিকা যখন নায়িকা, তখন তিনি অভিজাত শপিংমল স্টার সিনেপ্লেক্সে ছুটে এসেছেন। আশির দশকে হলে গিয়ে তার দেখা শেষ ছবি ছিল ‘দুই জীবন’।
sakib20160514161111

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বুবলি দেখে বের হয়ে এক থায় তিনি বললেন, ‘‘মেয়েটি এতো কিউট যে আর কোনো নায়িকাকে এতো কিউট দেখায় না! যে অভিনয় করলো সে, তাতে সে একদম হিট’’!

 

তিনি বলেন, ‘‘নায়িকার নায়ক শাকিব খানকে নিয়মিত দেখা যাচ্ছে। তিনিও হিট। তবে নতুন করে একজন নায়িকার মোহনীয় অভিনয় মনে ধরেছে দর্শকদের’’।

 

ঈদুল আজহায় মুক্তি পাওয়া বসগিরি সিনেমা দেখতে দেশের আধুনিক প্রেক্ষাগৃহ বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড়। কেউ এসেই টিকিট পাচ্ছেন তা এতোটা সহজ নয়। দেখতে চাইলে একদিন আগে টিকিট কাটতে হচ্ছে নয়তো এসে দেখা যাচ্ছে বুবলিকে দেখার টিকিট শেষ।
bubli-bg-plz2016091118224520160916204945

বুবলি-শাকিব খানের বসগিরি ছাড়াও স্টার সিনেপ্লেক্সে চলছে দ্য সুইসাইড, লাইটস আউট, পেটে’স ড্রাগন, জেনস বউন, ও রক্ত সিনেমা।

 

রক্ত সিনেমা দেখা শেষে আরেকজন নিয়‌মিত দর্শক ফাইজা চৌধুরী বলেন, ‌‘‘শ্যুটিং লো‌কেশন পছন্দ হয়েছে। দারুণ জায়গা। কিন্তু গ‌ল্পে মিল ছি‌ল কম। অবাস্তবভা‌বে গ‌ল্পের মিল দেওয়ার একটা চেষ্টা দেখা গে‌ছে। যা থেকে আগামীতে বেরিয়ে আসতে হবে’’।

 

স্টার সিনেপ্লেক্সে সবগু‌লো হল ভ‌র্তি। ঈ‌দের উৎস‌বে এমন হল ভর্তি দর্শকই ব‌ু‌ঝি‌য়ে দেয় সি‌নেমা পাড়া বেশ সরগরম।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - বিনোদন