শনিবার , ৬ ফেব্রুয়ারি ২০২১ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বরিশালে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

Paris
ফেব্রুয়ারি ৬, ২০২১ ১১:১২ পূর্বাহ্ণ

সিল্কডিসটিনিউজ ডেস্ক: ত্রুটিপূর্ণ একটি পিকআপ ভ্যান রশিতে বেঁধে নিয়ে যাচ্ছিল ‌আরেকটি পিকআপ ভ্যান। অপর একটি পিকাআপ রশিতে বাঁধা পিকআপ ভ্যান দুটিকে ধাক্কা দেয়। এতে দুই পিকআপের দুই চালক নিহত এবং একজন হেলপার নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের গৌরনদীর খাঞ্জাপুর নামক স্থানে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ত্রুটিপূর্ণ একটি পিকআপ অপর একটি পিকআপের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার ভ্যান পিকআপ দুটিকে চাপা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন একটি পিকআপ ভ্যানের চালক মো. আক্তার বয়াতী (৩০), হেলপার সুহান হোসেন (২২) এবং অপর পিকআপ ভ্যানের চালক রাসেল হোসেন (৩০) ।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে গৌরনদী হাইওয়ে থানার পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কাভার ভ্যানটিকে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে এর চালক। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: কালের কন্ঠ

সর্বশেষ - জাতীয়