শুক্রবার , ২৩ আগস্ট ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বন্যা নিয়ে কথা বলে তোপের মুখে আরিফিন শুভ

Paris
আগস্ট ২৩, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে শুরু হওয়া আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কয়েক দিন দফায় দফায় হামলা চালিয়েছে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণের অজুহাতে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের অনেক তারকা প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকি রাজপথে নেমে কথাও বলেছিলেন তারা। কিন্তু শিক্ষার্থীদের এমন কঠিন সময়ে তাদের পক্ষে কথা বলতে দেখা যায়নি ঢালিউড অভিনেতা আরিফিন শুভকে।

দেশের সাধারণ মানুষ ও শিল্পীরা যখন আন্দোলনে অংশ নিয়ে মৃত্যু হওয়া শিক্ষার্থীদের জন্য কথা বলায় ব্যস্ত, ঠিক ওই সময়  ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার শেখ মুজিবুর রহমান চরিত্রে অভিনয় করা অভিনেতা আরিফিন শুভ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সামাজিকমাধ্যমে এক পোস্টে লিখেছেন — ‘ভয়াবহ বন্যার কবলে দেশের কয়েকটি জেলা। দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আসুন সবাই নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়াই। সবার আগে বন্যাকবলিত এলাকার মানুষ, পশু-পাখিসহ সব জীবের নিরাপত্তা নিশ্চিত করি। আল্লাহ সহায় হোন আমাদের।’

দেশের একজন জনপ্রিয় নায়ককে যখন সংকটকালীন নীরব ভূমিকায় দেখা যায়, তখন জনগণের কাছে খলনায়কে পরিণত হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু এতদিন নীরব থাকলেও এবার দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে সরব হওয়ায় কটাক্ষের মুখে পড়লেন এ অভিনেতা। তার পোস্টের নিচে সানজিদা আক্তার নামে এক নেটিজেন লিখেছেন, ‘আসছে বঙ্গবন্ধু, আপনি এতদিন কোথায় ছিলেন হাসিনার আব্বা?’

আরেক নেটিজেন লিখেছেন, ‘এক মাস আগে যখন রক্তের বন্যা হয়েছিল, তখন ভাইজান গর্তে ছিল। এখন যখন পানির বন্যা হয়েছে, তাই বের হয়েছে। কারণ রক্তের বন্যায় রিকশা আছে, পানির বন্যায় রিক্স কম।’

প্রসঙ্গত, সম্প্রতি অভিনেতা আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দারের সঙ্গে দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ হয়েছে । এ ছাড়া এ অভিনেতার অভিনীত সিনেমা ‘নূর’ ও ‘নীলচক্র’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - বিনোদন