রবিবার , ২৩ জানুয়ারি ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বদলি নেমে ম্যানইউকে জেতালেন কাভানি-রাশফোর্ড

Paris
জানুয়ারি ২৩, ২০২২ ১২:০৩ অপরাহ্ণ

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার রাতে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্টহ্যাম ইউনাইটেড। সে ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে ম্যানইউ। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের শীর্ষ চারে ঢুকে গেছে রেড ডেভিলসরা।

ম্যাচের ৬২তম মিনিটে এলাঙ্গার বদলি হয়ে মাঠে নামেন মার্কাস রাশফোর্ড।

আর এডিনসন কাভানি মাঠে নামেন ম্যাচের ৮২তম মিনিটে। আর এই দুই তারকার নৈপুণ্যে ম্যাচের ৯৩তম মিনিটে গোলের দেখা পায় ম্যানচেস্টার ইউনাইটেড। কাভানির দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোলটি করেন রাশফোর্ড।

অতিরিক্ত সময়ের গোলে পাওয়া তিন পয়েন্ট ম্যানইউকে তুলে দিয়েছে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে। ২২ ম্যাচ শেষে এখন তাদের পয়েন্ট ৩৮। ওয়েস্টহ্যাম নেমে গেছে পাঁচে। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭। তবে আর্সেনাল ও টটেনহ্যামের সুযোগ রয়েছে ম্যানইউকে আবার শীর্ষ চারের বাইরে পাঠানোর। ১৯ ম্যাচে টটেনহ্যামের সংগ্রহ ৩৬ এবং ২০ ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৩৫ পয়েন্ট।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা