বুধবার , ১৭ মার্চ ২০২১ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আরইউজে’র আলোচনা সভা

Paris
মার্চ ১৭, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে `রাজশাহী সাংবাদিক ইউনিয়ন-আরইউজে’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আরইউজে’র সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- প্রবীণ  সাংবাদিক আহমেদ শফিউদ্দিন। সংগঠনটির সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- আরইউজে’র সাবেক সভাপতি কাজী শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, আরইউজে’র কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, সদস্য আজিজুল ইসলাম, রাশেদ রিপন, শামীম হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃৃষ্টি হতো না। আমরাও কোনোদিন বাঙালি জাতি হিসেবে পরিচিতি পেতাম না। স্বাধীনতার মহান এই স্থপতি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার মধ্যদিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন। তাই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু শোষণ-বঞ্চনামুক্ত একটি সমাজ গঠনে কাজ করে গেছেন। কিন্তু বর্তমান রাজনীতিবিদরা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে রাজনীতির উল্টোপথে হাঁটছেন। তাই বক্তারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সেই অনুযায়ী রাজনীতিবেদদের দেশ-মাতৃকার উত্তরোত্তর উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

আরইউজে’র অনুষ্ঠিত এই আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।

এএইচ/এস

সর্বশেষ - রাজশাহীর খবর