বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০১৯ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বগুড়ায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে যুবক নিহত

Paris
জুলাই ২৫, ২০১৯ ৩:২০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ায় মোটরবাইক থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিস্ট হয়ে রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার রাতে বগুড়ার শহরতলির এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রবিউল ইসলাম বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের গোবরধনপুর গ্রামের নজমুল হোসেনের ছেলে। তিনি গ্রামীণফোন দুপচাঁচিয়া শাখায় সেলস এক্সিকিউটিভ পদে চাকরি করতেন। তিনি সম্প্রতি বিয়ে করেছেন।

সদর থানার এসআই খোরশেদ আলম জানান, বুধবার রাতে সহকর্মী শহরের চকলোকমান কলোনির রনি হাসানের সঙ্গে মোটরবাইকে দুপচাঁচিয়া থেকে বাড়ি ফিরছিলেন রবিউল।

রনি হাসান বাইক চালাচ্ছিলেন আর রবিউল পেছনে বসেছিলেন।

রনির উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, রাত ১১টার দিকে তারা বগুড়া শহরতলির এরুলিয়ায় শম্ভু ফ্লাওয়ার মিলের সামনে পৌঁছান। তখন রবিউল তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ঝাঁকুনি হলে রবিউল ইসলাম পেছন থেকে বগুড়া-নওগাঁ সড়কে পড়ে যান। পেছনে আসা একটি ট্রাক তাকে পিষ্ট করলে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়।

নিহত রবিউল ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর