সোমবার , ৮ আগস্ট ২০১৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বগুড়ায় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

Paris
আগস্ট ৮, ২০১৬ ১২:২৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার আদমদীঘি উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের পাইকপাড়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক আফজাল আকন্দ নিহত হয়েছেন। তিনি পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা।

আজ সোমবার বেলা ১০টায় আদমদীঘি থানার এসআই আসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলেকে রাজশাহীতে পাঠাতে সান্তাহার যান। সেখানে ছেলেকে ট্রেনে তুলে দিয়ে সেই মোটরসাইকেল নিয়ে রাতেই বাড়ির উদ্দেশে রওনা হন।

পাইকপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ঘাতক ট্রাক পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ কারণে মামলা হয়নি বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত